৪২ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার পাহাড়সম রান তাড়া করতে নেমে একেবারে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে প্রথম দুই বলে দুই ফিরে যান তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। এরপর ক্রিজে এসে টিকতে পারেননি সাকিব আল হাসান। টাইগার অধিনায়ক আউট হবার আগে করেন ৪ বলে ১ রান।
সাকিবের বিদায়ের পর আউট হয়ে যান মুশফিকুর রহিমও। ১৭ বল খেলে ৮ রান করেন এই টাইগার ব্যাটার।
১২ তম ওভারে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৪ রান করেছেন ডি কক। হেনরিক ক্লাসেন ৪৯ বলে ২ চার ও ৮ ছক্কায় ৯০ রান করেন। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান মাহমুদ।