বাংলাদেশের পরাজয়ের দিনে মাহমুদউল্লাহ রঙিন
ধ্বংস যঞ্জের এক প্রান্তে দাঁড়িয়ে কীভাবে দিনটা নিজের করে নিতে হয় তাই যেন দেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ।
একের পর এক ব্যাটারের আশা যাওয়ার মাঝে দাঁড়িয়ে তুলে নিলেন সেঞ্চুরি। তবে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে ১৪৯ রানে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ওয়াংখেড়েতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৪ রান করেছেন ডি কক।
বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান মাহমুদ। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানে থেমেছে বাংলাদেশ। সর্বোচ্চ ১১১ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে।