নেদারল্যান্ডস বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হারলেও সর্বশেষ দুই ম্যাচ জিতে বিশ্বকাপ লড়াইয়ে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে জয়ের ধারায় ফিরতে অজিদের হারিয়ে আরো একটি চমক দেখাতে চায় ডাচরা। এমন ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।