আর্কাইভ থেকে ঢালিউড

একবাক্যে বুবলীকে ঘৃণা করি আমি: অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দু্ই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিজীবনে দু’জনই জড়িয়ে আছেন ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে। তারা দু’জনই এ নায়কের সন্তানের মা। অতীতে দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যেমন আলোচনার জন্ম দিয়েছেন, সেই সঙ্গে বিতর্কে জড়িয়েছেন অপু-বুবলী।

এ দুই নায়িকাই বিভিন্ন সময় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একে অপরকে নিয়ে মন্তব্য করেছেন। যা নিয়ে রীতিমত তাদের মধ্যকার সম্পর্ক রূপ নিয়েছে আরও জটিলতায়।

‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করা বুবলীকে একদমই পছন্দ করেন না ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। এর প্রমাণ ফের পাওয়া গেল সম্প্রতি তার এক মন্তব্যে। যেখানে বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন শাকিব খানের প্রথম স্ত্রী।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে এ মন্তব্য করেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ উঠে আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ওনাকে ঘৃণা করি আমি।

অপু বিশ্বাস বলেন, আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

এ চিত্রনায়িকা আরও বলেন, ওনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।

বর্তমানে অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর একই স্কুলে পড়ালেখা করেন। মাঝে মধ্যেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। স্কুলে বুবলী বা বীরের সঙ্গে কখনো দেখা হয় কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি।

অপু বিশ্বাস আরও বলেন, জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে।

এছাড়া বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে এ নায়িকা বলেন, আমি আগেও বলেছি শাকিব খানের পৃথিবী এখন একটাই। তার দুই সন্তান জয় ও বীর। সেখানে আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়ে অনেক সাইলেন্ট এবং দায়িত্ববান হয়েছে। একজন বাবা হিসেবে তার এই পরিবর্তন ও চিন্তাধারাকে সবসময় রেসপেক্ট ও সম্মান জানাই আমি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন