চ্যাম্পিয়নস লিগে অভিষেকে মার্টিনেল্লি গোল, আর্সেনালের জয়
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের পেয়েছে আর্সেনাল। এই ম্যাচে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। অভিষেক ম্যাচেই তিনি খুজে পান জালের দেখা। আর্সেনালের হয়ে অন্য গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস।
বুধবার (২৪ অক্টোবর) রাতের ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে মার্টিনেল্লি এগিয়ে যায় আর্সেনাল। ওই গোলে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গানাররা।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে গোল করে জেসুস দলকে ২-০ গোলে এগিয়ে নেন। কিন্তু পরেই গুদেলজে গোল করে সেভিয়াকে ম্যাচে ফেরান। ব্যবধান ২-১ করে ফেলেন তিনি। শেষ পর্যন্ত চেষ্টা করেও স্প্যানিশ দলটি অবশ্য সমতায় ফিরতে পারেনি।
এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্সেনাল।