গোলের দেখা পেলেন রদ্রিগো, তিনে তিন বেলিংহাম
গত মৌসুমে দারুণ ফুটবল খেলেছেন রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। তবে চলতি মৌসুমে ১০ লিগ ম্যাচে মাত্র এক গোল করেছেন তিনি। তাই মাদ্রিদের নতুন এই নাম্বার ইলেভেনকে নিয়ে চলছিল বেশ সমালোচনা। চ্যাম্পিয়নস লিগে পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে গোল করে সেই সমালোচনা থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে রদ্রিগোর।
অন্যদিকে জুনে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে একাদশে বৃহস্পতি চলছে ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহামের। ব্রাগার মাঠে রিয়ালের ২-১ গোলে জয়ের দিনেও গোল পেয়েছেন তিনি। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে তিন ম্যাচেই গোল পেলেন তিনি।
বুধবার রাতে ম্যাচে ১৬ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দৌড়ে ব্রাগার রক্ষণ ভেঙে রদ্রিগোকে গোলটি এমনভাবে বানিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস, যেন প্লেটে খাবার তুলে দিচ্ছেন! বক্সের ভেতর প্রথম স্পর্শেই বল জালে জড়ান ভিনির জাতীয় দল সতীর্থ রদ্রিগো। ৬১ মিনিটে বেলিংহামকে দিয়ে দ্বিতীয় গোল করান ভিনিসিয়াই। ব্রাগার হয়ে একটি গোল পরিশোধ করেন আলভারো দাজালো।