‘কারও কথা গ্রাহ্য করবেন না, আপনার কাজ আপনি করবেন’
কেন্দ্রে নির্বাচনের দিনে ব্যালট পেপার পাঠিয়ে দিন। আপনি কারও কথা গ্রাহ্য করবেন না, আপনি আপনার কাজ করবেন। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের পিলার। আপনারা তা রক্ষায় কাজ করবেন। আমার অনুরোধ ফজরের পর ব্যালট পাঠাবেন। কারও কোনো কথা শুনবেন না। ব্যালট পেপার সকালে পাঠাবেন। অতীত নির্বাচন কমিশন কি করেছে, তার থেকে ধারণা নিয়ে আপনারা নির্বাচন করবেন। বললেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ‘দ্বাদশ সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শিরোনামে আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি।
মাহফুজ আনাম বলেছেন, কারও কোনো কথা শুনবেন না, ব্যালট পেপার সকালে পাঠাবেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা কম, এটা আপনাদের দোষ না। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের যা যা করণীয় আপনারা তা করেন। আমরা গণমাধ্যমকর্মীরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমারা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, আমাদের যে ধারণাপত্র দিয়েছিলেন, সেখানে বলা হয়েছে- অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল, সেটি এখনো হয়ে ওঠেনি। দ্বিতীয়ত হচ্ছে, প্রত্যাশিত সংলাপের মাধ্যমে মতভেদের নিরসন হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রধানতম দু’দল স্ব স্ব সিদ্ধান্তে-অবস্থানে অনড় ইত্যাদি। আমার কথা হলো, যদি আপনারা মনে করে থাকেন এখনো অনুকূল পরিবেশ হয়নি, সেটা এক ধরণের সাংঘর্ষিক কি-না। কারণ, আপনারা তফসিল ঘোষণার দিকে যাচ্ছেন। হয়তো আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল হতে পারে। যখন তফসিল ঘোষণার পূর্ব মুহূর্তে এই ধরনের বক্তব্য আসে, তখন রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এর প্রেক্ষিতে তাদের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
নঈম নিজাম বলেন, আমার কাছে প্রশ্ন হলো- আপনাদের ভূমিকাটা আরও স্পষ্ট করতে হবে। কী কারণে এখনো অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি। অনুকূল পরিবেশ না হলে নির্বাচন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে কি-না এবং অংশগ্রহণমূলক হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে কি-না? কারণ, সাংঘর্ষিক অবস্থান থেকে, এই একটি বক্তব্য থেকে কোনো একটি দল বলতে পারে, আমি কেন নির্বাচনে আসব, কী কারণে আসতে হবে। আমার কী করণে আসতে হবে।