আর্কাইভ থেকে দুর্ঘটনা

খাজা টাওয়ারে আগুন: ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনে রেস অনলাইন নামের একটি কোম্পানিতে কাজ করতেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তার মরদেহ বর্তমানে মেট্রোপলিটন হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

এর আগে বিকেল ৪টা ৫৯ মিনিটে মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাদের সহায়তায় যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার গণমাধ্যমে বলেন, উদ্ধারকৃতদের আশপাশের হাসপাতালে নেয়া হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, ঘটনাস্থলে উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। পুলিশ এবং র‌্যাবের সদস্যরা দফায় দফায় উৎসুক জনতাদের সরিয়ে দিলেও কিছুক্ষণ পর তারা আবারও কাছাকাছি এসে দাঁড়ায়। এতে বাধাগ্রস্ত হচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজ।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন