আর্কাইভ থেকে বাংলাদেশ

ব্যাটিং স্বর্গে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স দক্ষিণ আফ্রিকার পয়া ভেন্যু। এই মাঠে এখন পর্যন্ত ৩৭টি খেলে ২৭টিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত এই মাঠ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৪৩৮ রানের সেই বিখ্যাত ম্যাচটি এখানেই হয়েছিলো। সেই পিচেই টস ভাগ্যে জিতলো বাংলাদেশ। নির্দ্বিধায় আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। 

সেঞ্চুরিয়নে ঐতিহাসিক জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ রোববার (২০ মার্চ) দ্বিতীয় ম্যাচে খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের এখন লক্ষ্য সিরিজ জয়। আর সেই কারণেই কিনা আগের ম্যাচের অপরিবর্তি একদাশ নিয়ে মাঠে নেমেছে তারা।  

তবে তিনটি পরিবর্তন করেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা মার্করাম, জ্যানসেন এবং ফেহলুকওয়ের জায়গায় খেলছেন ডি কক, পার্নেল এবং শামসি। 

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, ৬ মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জনেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, 1লুঙ্গি এনগিদি, তাবরেজ শামসি। 


হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন