‘কবি’ সিনেমায় রাজের নায়িকা ইধিকা
হঠাৎ করেই সংবাদমাধ্যমে উঠে আসে হাসিবুর রেজা কল্লোলের নতুন নির্মিতব্য কবি সিনেমায় শরিফুর রাজের নায়িকা হচ্ছেন ইধিকা পাল।যা চোখ এড়ায়নি ওপার বাংলার চিত্রনায়িকা ইধিকার।
শাকিব খানকে নিয়ে ‘সত্তা’সিনেমাটি তৈরী পর ব্যবসা সফল ও দর্শক জনপ্রিয়তার তুঙ্গে ছিলো।এর পর নির্মাতা হাসিবুর রেজা কল্লোল সাকিব খানকে নিয়ে‘কবি’ নামে একটি সিনেমা বানানোর ঘোষনা দেন। কিন্তু সিনেমাটি শাকিব খান করছেন না।ফলে তার স্থানে নেওয়া হয়েছে শরিফুল রাজকে। আর তাতে রাজের বিপরীতে থাকছেন শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা কলকাতার ইধিকা পাল।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে ইধিকা বলেন,আমি এখনই নিশ্চিত করে কোন কিছুই বলতে পারছিনা।তিনি বলেন আমার কাছে চিত্রনাট্য এসেছে।আপাতত আমি চিত্রনাট্য পড়ছি।পুরোটা শেষ করেই সিদ্ধান্ত জানাবো।তবে অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে।
এমনকি কেউ কেউ নিশ্চিতভাবে লিখে দিয়েছেন,আমি নাকি রাজের সঙ্গে কাজ করছি।
‘কবি’র পরিচালক হাসিবুর রেজা কল্লোলের সাথে কথা বলে জানা গেছে, ইধিকার সঙ্গে প্রাথমিক কথা বলেছেন তিনি।তবে ইধিকা ছাড়াও কলকাতার আরও এক নায়িকার সঙ্গেও কথা হয়েছে তার।
এএম/