আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবের ঢাকায় ফেরা নিয়ে যা বললেন তাসকিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে হঠাৎ ঢাকায় চলে এসেছিলেন সাকিব আল হাসান। কি কারণে দল ছেড়ে এমন আচমকা দেশে ফিরেছিলেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। পরে জানা যায়, ব্যাটিং নিয়ে কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে একান্তে কাজ করতেই ঢাকা এসেছেন সাকিব। অবশ্য মিরপুর ইনডোরে দুই দিনে দুই সেশন করে গতকাল রাতেই দলের সঙ্গে যোগ দেন সাকিব।

এদিকে আগামীকাল শনিবার নেদারল্যান্ডসের ইডেন গার্ডেন্সে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। টাইগার অধিনায়কের দেশে ফেরা নিয়ে তাসকিন বলেন, ' সে (সাকিব) উন্নতির জন্য দেশে গিয়েছে। আমাদের তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি এখানে। কোচের সঙ্গে কথা বলেই গিয়েছিলেন।'

টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই সাকিব দেশে এসেছিলেন বলেও জানালেন তাসকিন। বলেন, ‘উনি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই ঢাকায় এসেছেন। আমাদের ওই দিন রেস্ট ডে ছিল। অফিসিয়াল অনুশীলনে উনি আছেন এখানে। আমার মনে হয় আরও বাহবা দেওয়া দরকার। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এটা প্রভাবও ফেলছে না। ’

এ সম্পর্কিত আরও পড়ুন