সুলতান ইব্রাহিমকে নতুন রাজা মনোনীত করল মালয়েশিয়া
মালয়েশিয়ার পরবর্তী রাজা হচ্ছেন জহুর রাজ্যের সুলতান ইবরাহিম সুলতান ইসকান্দার। তিনি দেশটির ১৭তম রাজা হতে যাচ্ছেন।
শুক্রবার দেশটির শাসকদের সম্মেলনে (কনফারেন্স অব রুলারস) সুলতান ইবরাহিমকে পরবর্তী রাজা হিসেবে বেছে নেন ৯ রাজ্যের সুলতানরা। ৩১ জানুয়ারি তিনি ক্ষমতায় বসবেন।
মালয়েশিয়ার রাজার আনুষ্ঠানিক পদবি হলো ইয়াং দি-পারতুয়ান আগং। রয়েল সিলের রক্ষক এক বিবৃতে জানান, ২৭ অক্টোবর কনফারেন্স অব রুলারসের ২৬৩তম সভা সুলতান ইবরাহিমকে পাঁচ বছরের জন্য ইয়াং দি-পারতুয়ান আগং পদের জন্য বেছে নিতে সম্মত হয়েছে।
ইয়াং দি-পারতুয়ান বা রাজাদের রাজা হলেন একজন সাংবিধানিক রাজা। কিন্তু ২০১৮ সালের ঐতিহাসিক নির্বাচনের পর থেকে রাজা রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা নিয়েছেন।
২০২২ সালের নির্বাচনের পরে যখন কোনো একক দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তখন রাজা আল-সুলতান আবদুল্লাহ দেশটির শেষ তিন প্রধানমন্ত্রী বেছে নেয়ার জন্য রাজার বিবেচনার ক্ষমতা ব্যবহার করেন।
সুলতান ইবরাহিমের বাবা মালয়েশিয়ার অষ্টম রাজা ছিলেন। ১৯৮৪ থেকে ১৯৮৯ মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন।