আর্কাইভ থেকে ক্রিকেট

হেডের বিস্ফোরক সেঞ্চুরিতে বড় সংগ্রহ অজিদের

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া।  খেলায় শুরুতে ব্যাট করতে নেমে ট্রাসিফ হেডের বিস্ফোরক সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে অজিরা।

শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই অজি ওপেনার ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নারের ঝড়ে  নবম ওভারেই দলীয় ১০০ পেরিয়ে যায় অজিরা।

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই যৌথভাবে দ্রুততম ফিফটি হাঁকান ট্রাভিস হেড। মাত্র ২৫ বলে ৫০ রান তুলে নেন তিনি। এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ বলে ফিফটি করেছিলেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।

অন্যপ্রান্তে ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। তবে ব্যক্তিগত ৮১ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।  অন্যদিকে ওয়ার্নার ফেরার পর দ্রুতই নিজের সেঞ্চুরি তুলে নেন হেড।  তবে দলীয় ২০০ রানের মাথায় ৭ ছক্কা ও ১০ রানে ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে আউট হয়ে যান হেড।

দুই ওপেনার ফেরার পর বেশ খানিকটা মন্থর হয়ে পড়ে অজিদের তাণ্ডব। বাকিরা ইনিংস লম্বা না করতে পারলেও খেলেন কার্যকরী সব ইনিংস। ৫১ বলে ৩৬ রানের ইনিংস খেলেন মিচেল মার্শ। এ ছাড়া স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ১৮ রান।

তবে শেষ দিকে ঝড় তুলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং জশ ইংলিশ।  শেষ দিকে ইংলিশের সঙ্গে তাণ্ডবে সঙ্গ দেন প্যাট কামিন্সও। শেষ পর্যন্ত ৪৯ দশমিক ২ ওভারে ৩৮৮ রান গুঁটিয়ে যায় অজিরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন