আর্কাইভ থেকে অপরাধ

মহাসমাবেশে পুলিশ নিহত হওয়ার ঘটনায় মামলা

মহাসমাবেশ চলাকালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় এক পুলিশ সদস্য নিহত হওয়ায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির পল্টন মডেল থানায় এ মামলাটি দায়ের হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

তিনি বলেন, পুলিশ সদস্য হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

তিনি আরও বলেন, মামলার আসামির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ চলাকালে কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষের জেরে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। দফায় দফায় চলতে থাকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ। এসময় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার মতো ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষে পুলিশের ৪০ জনের বেশি সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এ সম্পর্কিত আরও পড়ুন