আর্কাইভ থেকে দেশজুড়ে

সংবিধান মোতাবেকই নির্বাচন হবে: মোরশেদ আলম এমপি

নির্বাচন হবে সংবিধান মোতাবেক, নির্বাচন আসার আগেই বিদেশি শক্তিরা নির্বাচন নিয়ে নানান রকম বক্তব্য দিচ্ছে, যারা বাংলাদেশের উন্নয়নকে দেখতে পছন্দ করতে পারছে না, তারাই বিএনপি-জামায়াতকে শক্তি জোগাচ্ছে। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোহাম্মদপুর রামেন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোরশেদ আলম বলেন, নৌকায় ভোট দিলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা উপকৃত হবেন। প্রধানমন্ত্রী ২০ রকমের ভাতা দিয়ে থাকে। এ ভাতা শেখ হাসিনার আগে কেউ আপনাদের দেয়নি।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ৩ হাজার উপকারভোগী এ সভায় অংশগ্রহণ করেন।

বিএনপিসহ বিরোধীদলগুলো কঠোর সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল। সাড়ে ৩ বছরের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল। এ ২১ বছরে যারা ক্ষমতায় আসছে, তারা দেশটাকে একেবারে জাহান্নামে নিয়ে গেছে। কারণ, তারা তো দেশ সৃষ্টি করেনি। তাদের সে দরদও নেই। আর যারা দেশ সৃষ্টি করছে। তারা আজকে ক্ষমতায় আসায় শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে। দেশকে বাঁচাতে হলে দেশের উন্নয়ন করতে হবে।

ভাতাভোগীদের নৌকায় ভোট দেওয়ার শপথ করিয়ে মোরশেদ আলম বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আর ভুল করবেন না। ওই একটা কি আছে না, ধানের শীষ। ওটার জন্য আগে নাকি সব বুড়াবুড়ি পাগল হয়ে যেত। আমিও তো বুড়া। আমার তো মনে হয় আমার বয়সে এখানে কয়জন আছে, আমি জানি না। আমি তো পাগল হইনি। কারণ, আমি জানি আপনারা জানেন, সত্যিকার বাবাকে স্বীকার করতে হবে। দেশটা সৃষ্টি করেছে বঙ্গবন্ধু, বাবা না থাকলে সন্তানের জন্ম হয় না। দেশের পরিচয় দিতে হলে জাতির পিতার পরিচয় দিতে হয়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের সভাপতিত্বে নবীপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগানের সঞ্চালনায় আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, সেনবাগ উপজেলা সমাবসেবা অফিসার বোরহান উদ্দিন প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন