টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
সেমিফাইনালের পথে এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আজ রোববার বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত। এ ম্যাচ জিতলে সেমির পথে এক ধাপ এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, সেমির আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জিততেই হবে ইংল্যান্ডকে। আজ লক্ষ্ণৌতে মাঠে নেমেছে ভারত ও ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।
এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। জয়ের পাল্লা ভারী ভারতের। ৫৭ ম্যাচে ভারত ইংল্যান্ড। ইংল্যান্ডের জয় ৪৪টিতে। ২টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের এগিয়ে ইংল্যান্ড। এখন পর্যন্ত বিশ্বকাপে ৮ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। সেখানে ইংল্যান্ডের জয় ৪টিতে, ভারতের জয় ৩টিতে। ১টি ম্যাচ টাই হয়।
গেল বছরের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে সফরকারী ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো ভারত।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।