আর্কাইভ থেকে দেশজুড়ে

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

এসময় বেলুন উড়িয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধের নানান দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার প্রকৌশলী সাইফুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধানসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন