ঢাকার রাজপথে সহিংসতায় ইইউ মর্মাহত
ঢাকার রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাস গভীরভাবে মর্মাহত।
আজ রোববার দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে।
ইইউ দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে লিখেছে, ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্যদেশগুলো রাজধানীর রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত।
অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেওয়া গুরুত্বপূর্ণ বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
The European Union and its Member States in Dhaka are deeply saddened to see the loss of life and violence on the streets of Dhaka - vital that a peaceful way forward for participatory and peaceful elections is found.
— European Union in Bangladesh (@EUinBangladesh) October 29, 2023