ইশরাককে না পেয়ে ছোট ভাইকে নিয়ে গেছে পুলিশ
বিএনপি নেতাদের আটকের জন্য বাসায় বাসায় চলছে পুলিশের অভিযান। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটকের জন্য গুলশান ১-এর ২৮ নং রোডের ১২২ নং বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
ইশরাকের বাসায় ঢুকে প্রতিটি কক্ষে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ইশরাককে না পেয়ে দুপুর সাড়ে ১২টার সময় তার ছোট ভাই, প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার কনিষ্ঠ পুত্র ইশফাক হোসেন এবং গাড়ির ড্রাইভারকে বাসা থেকে নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী আরিফ হোসেন।