বাংলাদেশের ম্যাচের আগে পাকিস্তানকে জরিমানা
আশা দেখিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। সেই ধাক্কার পর আইসিসি থেকে শাস্তির মুখে বাবর আজমরা। তার উপর শাস্তির মুখে পড়তে হল পাকিস্তানকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০ ওভার বল শেষ করতে পারেনি পাকিস্তান। তাই আইসিসির নিয়ম অনুযায়ী জরিমানা হয়েছে দলটিকে। শাস্তি হিসেবে বাবর-রিজওয়ানদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হয়েছে।
আইসিসি নিয়মের ২.২২ ধারা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য ম্যাচ ফি-র পাঁচ শতাংশ জরিমানা হয়। পাকিস্তান নির্দিষ্ট সময়ের মধ্যে চার ওভার বল কম করায় ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। মাঠের দুই আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে বাবরদের শাস্তি ঘোষণা করেছেন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
পাকিস্তান পরবর্তী ম্যাচ মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে। তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।