আর্কাইভ থেকে দেশজুড়ে

অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামের পূর্বপাড়া পিয়ালের বাড়ীর রাস্তার উত্তর পাশের এক ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের (২০) গলাকাটা মরদেহ  উদ্ধার করেছে পুলিশ ।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে শিবপুর মডেল থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা জানান, সকাল সাড়ে দশটায় এলাকাবাসী সাতপাইকা গ্রামে পিয়ালের বাড়ির  রাস্তার উত্তর পাশের একটি ধানের জমিতে অজ্ঞাত ওই যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের জানায়। সাথে সাথে শিবপুর মডেল থানায় খবর দিলে পুলিশ  গিয়ে লাশ উদ্ধার করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ ফিরোজ তালুকদার জানান, কি কারণে এ হত্যাকান্ডটি হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনো এক সময় দৃর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে ফেলে পালিয়ে যায়।তবে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অতিদ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন