সিনিয়র ক্রিকেটার এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠকে পাপন!
চলতি বিশ্বকাপে খুবই বাজে সময় পার করছে বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরু করলেও বাকি ৫ ম্যাচেই হেরেছে তারা। সবশেষ বাছাইপর্ব খেলে আসা নেদারল্যান্ডের কাছে কলকাতার ইডেন গার্ডেন্সে লজ্জার এক হার উপহার দিয়েছে সাকিব আল হাসানরা।
নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানের পরাজয়ের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভাপতি নাজমুল হাসান পাপন এখন অবস্থান করছেন কলকাতায় । সেখানে আজ রোববার দুপুরে দলের সিনিয়র ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন পাপন। সেখানে আলোচনা হবে এমন পারফর্ম এবং আগামী তিন ম্যাচের পরিকল্পনা নিয়ে।
দেশের এক জাতীয় দৈনিককে সকালে এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এই পারফরম্যান্সের কারণ জানতে চাইব আমরা।’