আর্কাইভ থেকে বাংলাদেশ

ফের ঢাকায় তিন রুটে চলবে নগর পরিবহন

দ্রুততম সময়ে ঢাকার আরো তিনটি রুটে নগর পরিবহন সেবা চালু হবে। আগামী তিন মাসের মধ্যে তিনটি (২২, ২৪ ও ২৬ নম্বর) রুটে বাস চালনার জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেবে দুই সিটি কপোরেশন।

আজ মঙ্গলবার (২২ মার্চ) ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তারা জানান, ২২ নম্বর রুটে ৫০টি বাস, ২৩ নম্বর রুটে ১০০টি বাস এবং ২৬ নম্বর রুটে ৭৫টি বাস, সর্বমোট ২২৫টি বাস নতুন যুক্ত করা হবে। 

পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই ২৬ ডিসেম্বর থেকে চালু থাকা ২১ নম্বর রুটে ট্রান্সসিলভা আরো ২০টি এবং জাহান এন্টারপ্রাইজ ৪০টি বাস দেবে।

মেয়র আরও জানান, উত্তর ও দক্ষিণ সিটি কপোরেশনের পাঁচটি টার্মিনাল নির্মাণ হবে। 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন