আর্কাইভ থেকে জাতীয়

গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। অবরোধের প্রথম দিনে সকাল সাড়ে ৮টায় রাজধানীর ব্যস্ততম এলাকা গাবতলী অনেকটাই ফাঁকা দেখা গেছে। কিছুক্ষণ পর পর দু-একটি সিটি বাস দেখা গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) টেকনিক্যাল মোড়, মাজাররোড ও গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন মোড় ও কাউন্টারের সামনে যাত্রী নেই। দূরপাল্লার বাসের টার্মিনাল বন্ধ। টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না।

সারাদেশে বিএনপি–জামায়াতের অবরোধ চলাকালীন মঙ্গলবার রাজধানীর গাবতলীর আশপাশের সড়কেও যানবাহন কম, যাত্রীও কম দেখা গেছে।

সড়কে যানবাহন কম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিছুক্ষণ পর পর র‍্যাব ও বিজিবির গাড়ি টহল দিচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন