কমিশনের হাতে আর কোনো বিকল্প নেই: সিইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সময়মতো করতে হবে। এ ছাড়া কমিশনের হাতে আর কোনো বিকল্প নেই। জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে সিইসি গণমাধ্যমকে এ কথা বলেন।
সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য সব অপশন খোলা আছে, যা কমিশনের জন্য নেই। তাই কমিশনকে সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন করতে হবে। আমরা প্রত্যাশা করি, সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।
অপরদিকে নির্বাচনে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনভাবেই কাম্য নয়।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১ নভেম্বর) থেকে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী রোববার (৫ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে ইসি।
এর আগে আগামীকাল বুধবার (১ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করবে ইসি।