আলু আমদানি করতে চায় ১৫ প্রতিষ্ঠান
আলুর অস্বাভাবিক দামের পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ ঘোষণার পর ১৫ প্রতিষ্ঠান আলু আমদানির জন্য অনুমতি চেয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিডিএস করপোরেশন ৫০০ টন, তরফদার এল এন্টারপ্রাইজ ৫০০ টন, আর বি ট্রেডিং ২ হাজার টন, এস এন অ্যান্ড কোং ১০ হাজার টন, জে এস ট্রেডিং ১০ হাজার টন, এস এন করপোরেশন ১০ হাজার টন, প্যারাডাইস কানেকশন ১০ লাখ টন, মেসার্স কারিমা কনসাইনমেন্ট ১০ লাখ মেট্রিক টন, অ্যাড কম ইন্টারন্যাশনাল ১০ হাজার টন আমদানির অনুমতি চেয়েছে।
এছাড়া আরও ছয়টি প্রতিষ্ঠান আলু আমদানির অনুমতি চেয়েছে।
আগামীকাল (বুধবার) থেকে সরকার নির্ধারিত দামে হিমাগারে সংরক্ষিত আলু বিক্রি নিশ্চিত করেতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
গেলো ১৪ সেপ্টেম্বর কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি আলুর বিক্রয়মূল্য ২৬ থেকে ২৭ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু সরকার নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রি করা হচ্ছে না।