আর্কাইভ থেকে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে বোলিংয়ে বাংলাদেশ

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষে ওয়ানডে ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বপ্ন তামিম বাহিনীর। তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় রয়েছে।

সিরিজ নির্ধারণী ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে তামিম  ইকবালের দল। টাইগার দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান পারিবারিক কারণে দেশে ফেরার কথা থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে।

এদিকে ইনজুরির জন্য দক্ষিণ আফ্রিকার দল থেকে ছিটকে গেছেন ওয়েইন পারনেল। এই পেসারের জায়গায় দলে এসেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

সিরিজ নির্ধারণী ম্যাচটা সেঞ্চুরিয়ন সুপার স্পোর্ট পার্কে অনুষ্ঠিত হচ্ছে। সিরিজে বাংলাদেশের একমাত্র জয় এই মাঠেই এসেছে।

বাংলাদেশ একাদশ : 
তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : 
টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনে, জানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরেইজ শামসি, লুঙ্গি এনগিডি।

 

বায়ান্ন নিউজ ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন