খেলাধুলা

ভারতেই বাংলাদেশের ম্যাচগুলোর আয়োজন করতে চায় আইসিসি

নিরাপত্তাজনিত শঙ্কার কারনে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, বিসিবির এই দাবি পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। আইসিসি ম্যাচগুলো শ্রীলঙ্কায় নয়, ভারতেরই অন্য কোনো ভেন্যুতে আয়োজনের চেস্টা করছে। লজিস্টিক জটিলতার দোহাই এমন চেস্টা চলছে। 

ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ ও এনডিটিভি জানিয়েছে,  আইসিসি মনে করছে, টুর্নামেন্ট শুরুর শেষ মুহূর্তে  অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে প্রায় অসম্ভব। বরং কলকাতা ও মুম্বাই থেকে ম্যাচগুলো সরিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাই এবং তিরুবনন্তপুরমে আয়োজনের পরিকল্পনা চলছে। 

এ ব্যাপারে আইসিসি ও টুর্নামেন্টের সহ-আয়োজক বিসিসিআই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে। 

এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার যুক্তি খণ্ডন করতে আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে উদাহরণ হিসেবে দেখাবে। রোববার গুজরাটের ভড়োদরায় ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন বাংলাদেশি এই আম্পায়ার। সেখানে কোন সমস্যা হয়নি। তাকে পুঁজি করে আইসিসি বিসিবিকে আশ্বস্ত করার চেষ্টা করবে ভারতে নিরাপত্তার সমস্যা নেই।

অন্যদিকে ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তনে আইসিসি প্রস্তাবে বিসিবির রাজি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শনিবার সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।’

তবে ক্রিকবাজ জানিয়েছে, লজিস্টিক সমস্যার কারণে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর হচ্ছে না।  এ বিষয়ে আজ সোমবারই আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দিতে পারে। 

বিসিবির আপত্তির শুরু হয় গেল ৩ জানুয়ারি।  আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় এবং ভারতীয় উগ্রপন্থীদের হুমকির কারনে এই আপত্তি করে বিসিবি।  

 

এ সম্পর্কিত আরও পড়ুন