আন্তর্জাতিক

ইরানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন। আমেরিকার সামরিক পদক্ষেপের হুমকির পর তারা আলোচনা করতে চায়। বৈঠকের ব্যবস্থা হচ্ছে।

রোববার ( ১১ জানুয়ারী ) প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে তিনি এসব কথা বলেন। 

এসময় ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ইরানের বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করছে আমেরিকা। সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও আছে। বৈঠকের আগেই এমন পদক্ষেপ নেয়া হতে পারে।

বিক্ষোভ দমনে ইরান সরকারের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বসহ দেখছেন। সামরিক বাহিনী বিষয়টি পর্যালোচনা করছে। খুব শক্তিশালী বিকল্প পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে রোববার ইরানের নেতারা কঠোর সতর্কবার্তা জানিয়েছিলেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছিলেন, ইরানে হামলা হলে ইসরায়েল ও পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে।

ইরানী মুদ্রার দর ব্যাপকভাবে পতনের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা গেল ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু করেন। সেই আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ নিয়ে অসন্তোষের ওই আন্দোলনটি বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে পরিনত হয়েছে। 

ইরানী রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অস্থিরতার কারনে নিরাপত্তাবাহিনীর  ১০৯ জন সদস্য মারা গেছেন। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন