অল্প রানেই অলআউট বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে রান বড় করতে পারলো না বাংলাদেশ। ৪৬.১ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র ২০৪ রান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান বিশ্বকাপের ৩১তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে নির্ধারিত সময়ের আগেই ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে গেছে সাকিবের দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নেন ৩টি করে উইকেট।