এশিয়ান বাইপাসে টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ কর্মসূচী
সারাদেশে বিএনপি ও জামাতের ডাকা টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ কর্মসূচী পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সকাল ৭ টার দিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর পক্ষে এশিয়ান বাইপাস সড়কের উপজেলার লালমাটি এলাকায় নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মশিউর রহমান রনি, হাজ্বী সেলিম, প্রিন্স, মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম ভুইয়া, রফিক, জিন্নত আলী, অ্যাড. আলম, অ্যাড. সাত্তার, রফিক ভুইয়া, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, ইসমাইল, মামুন, আসাদ ফকির, রুবেল প্রমূখ।
এসময় বিএনপি নেতাকর্মীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের উভয়দিকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে থানা পুলিশ পৌছাঁলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।