আর্কাইভ থেকে ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আজ বুধবার নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে শক্তিশালী দুই দল নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। একে ধাপ পিছিয়ে তৃতীয়স্থানে আছে ৬ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড। পুনেতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ম্যাচটি। এ অবস্থায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৭১ ম্যাচে  মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ২৫টিতে, দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪১টিতে এবং ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিশ্বকাপে জয়ের ক্ষেত্রে এগিয়ে নিউজিল্যান্ড। ৮বারের মোকাবেলায় নিউজিল্যান্ডের জয় ৬টিতে, দক্ষিণ আফ্রিকার জয় ২টিতে। ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপে ৪ উইকেটে জিতেছিলো নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

এ সম্পর্কিত আরও পড়ুন