প্রথমবার মত ব্যালন ডি’অর পেলেন বোনমাতি
বিশ্বকাপ জয়ী স্প্যানিশ দলের তারকা অএইতানা বোনমাতি সোমবার প্যারিসে নারী বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জয় করেছেন। ক্যারিয়ারে এই প্রথমবারের মত সেরা খেলোয়াড়ের মর্যাদা পেলেন বোনমাতি।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনুষ্ঠিত নারী বিশ্বকাপে স্পেনকে শিরোপা উপহার দেবার স্বীকৃতি হিসেবে বোনমাতি ব্যালন ডি’অর জয় করেছেন। গেলো বছর তারই জাতীয় দলের আরেক সতীর্থ এ্যালেক্সিয়া পুটেলাস এই ট্রফি জয় করেছিলেন।
বোনমাতি গত বছর চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বার্সেলোনাকেও সহায়তা করেছেন। সম্প্রতি তিনি উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জয় করেছেন।