গরীব ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান
পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে এই অনুদানের চেক বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ।
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ,জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার সাকি ও কমলেস চন্দ্র উপস্থিত ছিলেন। জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৭৩ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ৭ লক্ষ ৩৩ হাজার টাকার চেক অনুদান হিসেবে বিতরণ করা হয়।