আর্কাইভ থেকে ইউরোপ

মার্কিন কূটনীতিক বহিষ্কারের পাল্টা ঘোষণা রাশিয়ার

নিউইয়র্কে কর্মরত রাশিয়ার ১২ জন কূটনীতিককে ওয়াশিংটন বহিষ্কার করার পর পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, আমেরিকার অজ্ঞাতসংখ্যক কূটনীতিককে বহিষ্কার করা হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস স্থানীয় সময় বুধবার জানিয়েছেন, ২৩ মার্চ আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করে মার্কিন অবাঞ্ছিত কূটনীতিকদের একটি তালিকা তার হাতে দেয়া হয়েছে।

এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যেকোন ধরনের শত্রুতামূলক তৎপরতার নিশ্চিত এবং যথোপযুক্ত জবাব দেয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘ সদর দপ্তরে নিযুক্ত রাশিয়ার ১২ জন কূটনীতিককে ওয়াশিংটন বহিষ্কার করার জবাবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে আমেরিকা। রুশ কূটনীতিকরা গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল বলে ওয়াশিংটন অভিযোগ তুলেছে। এর জবাবে রাশিয়া যে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে যাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও অনেক বেশি খারাপ হবে বলে মনে করা হচ্ছে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন