ভার্চুয়্যাল সিস্টেমে দেয়া হবে পুরস্কার
মেসি-মেগানদের উত্তরসূরিদের নাম ঘোষণায় ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অনলাইনে দেয়া হবে এবারের পুরস্কার। জাতীয় দলের কোচ, অধিনায়কের সাথে ২০০ জন সাংবাদিক এবং ভক্তদের অনলাইন ভোটে নির্ধারণ হবে সেরাদের তালিকা।
পুরস্কারের তালিকায় পুরুষ এবং মহিলা খেলোয়াড়, কোচ, গোলকিপার, সেরা একাদশ, সেরা গোল এবং সেরা ভক্তদের জন্য পুরস্কার রয়েছে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
মূল পুরস্কার অনুষ্ঠানটি করোনাভাইরাসের কারণে সেপ্টেম্বরে স্থগিত করা হয়েছিল এবং নতুন অনুষ্ঠানটি একটি ‘ভার্চুয়াল’ ইভেন্ট হবে।
এস