আর্কাইভ থেকে ক্রিকেট

কিউইদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়

প্রথমে ব্যাট করতে নেমেকুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেনের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে তুললো দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৫৭ রান।

বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। শুরুতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন দুই প্রোটিয়া ওপেনার ডি কক ও টেম্বা বাভুমা। তবে ব্যক্তিগত ২৪ রান করে সাজঘরে ফিরেন বাভুমা।

দ্বিতীয় উইকেট জুটিতে রাসি ফন ডার ডুসেনকে সঙ্গে নিয়েই সেই ধাক্কা সামাল দেন ডি কক।  দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়েন তারা। এরপর টিম সাউদির বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩ ছক্কা ও ১০ চারে খেলেন ১১৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নেন ডি কক।

তবে অপরপ্রান্ত আগলে রেখে ডুসেন তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম শতক। তৃতীয় উইকেট জুটিতে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে বড় সংগ্রহের ভীত গড়েন এ ব্যাটার। ৪৩ বলে ৭৮ রানের বড় জুটি গড়েন তারা।

শেষ দিকে ডুসেনের ১১৮ বলে ১৩৩ ও মিলারের ৩০ বলে ৫৩ রানের ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।

কিউইদের হয়ে দুটি উইকেট শিকার করেন টিম সাউদি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন