আর্কাইভ থেকে আইন-বিচার

বিএনপি নেতা আলাল ৫ দিনের রিমান্ডে

নাশকতার অভিযোগ ও বিস্ফোরক আইনে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বিএনপিপন্থি আইনজীবীরা ও আলাল নিজে তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষ তাকে রিমান্ডে চেয়ে জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের মামলায় গ্রেপপ্তার করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে।

গেলো ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর আসামিরা রাজারবাগ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ইট-পাটকেল মেরে গ্লাস ভেঙে ক্ষতিসাধন করে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশের অস্ত্র ছিনতাই হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন