গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়লেন ম্যাক্সওয়েল
আহমেদাবাদে শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তবে অনাকাক্ষিত এক দুর্ঘটনায় শক্তি কিছুটা হলেও কমে গেল অজিদের। দলটির তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না।
ক্রিকেটের পাশাপাশি গলফ খেলেন ম্যাক্সওয়েল। আহমেদাবাদের একটি গলফ কোর্সে সতীর্থদের নিয়ে খেলতে গিয়েছিলেন তিনি। এক রাউন্ড খেলার পর গলফ কার্টে (একধরনের ছোট গাড়ি) চড়ে ক্লাব হাউস থেকে টিম বাসের উদ্দেশে রওনা হয়েছিলেন। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ৩৫ বছর বয়সী অলরাউন্ডার চলন্ত কার্টের পেছন দিক থেকে পড়ে গেলে মাথায় আঘাত পান।
কনকাশন (মাথায় আঘাতজনিত) প্রটোকলে তাঁকে ৬ থেকে ৮ দিন পর্যবেক্ষণে রাখা হবে। ফলে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না। ফক্স স্পোর্টস, ইএসপিএন ক্রিকইনফোসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।