আর্কাইভ থেকে দেশজুড়ে

কালিয়াকৈরে রেললাইনে দুর্বৃত্তদের আগুন

গাজীপুরের কালিয়াকৈরে অবরোধের দ্বিতীয় দিনে রেললাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

এলাকা বাসী ও রেলওয়ের নিরাপত্তা কর্মীরা জানান, বুধবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-রাজশাহী রেল রুটের উপজেলার পাঁচলক্ষি এলাকার রেললাইনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এলাকাবাসীর টের পেয়ে দুর্বৃত্তরা গজারি বনে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, রেলওয়ে পাকশী অঞ্চলের ডিআরএম শাহ সুফি নুর মোহাম্মদ, রেলওয়ে পাকশী অঞ্চলের কমান্ডেন্ট মোরশেদ আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, দুষ্কৃতিকারীরা রেল লাইনের উপরে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন