আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশি নাগরিকদের ভিসা স্থগিত : জরুরি বিজ্ঞপ্তি দিলো ওমান

বাংলাদেশি নাগরিকদের সব রকম ভিসা দেয়া স্থগিত হওয়ার বিষয়ে জরুরি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ওমান। দেশটির বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা সবার অধিকার নিশ্চিত করতে এটি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ওমান দূতাবাস থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা দেয়া স্থগিত ওমান শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ করার একটি চেষ্টা। ওমানের বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা সবার অধিকার নিশ্চিত করার জন্য এটি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশিদের ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর করা হয়েছে। এটি একটি সাময়িক পদক্ষেপ। খুব দ্রুতই পুনরায় ভিসা প্রদান কার্যক্রম শুরু করা হবে।

উল্লেখ্য, পর্যালোচনার বিষয়টি বেশ কিছু কারিগরি ও আইনি কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট। যার লক্ষ্য প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তার স্বার্থ রক্ষা করা। সেই সঙ্গে ওমানে বিদেশি শ্রম বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা।

বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের প্রশংসা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানের উন্নয়ন কর্মকাণ্ড এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসামান্য অবদান রেখেছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা। এজন্য ওমান অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে তাদের কথা স্মরণ করে।এছাড়াও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও পারস্পরিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক জোরদার করতে ওমান সবসময় আগ্রহী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওমান কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়। সব সময় বাংলাদেশের সঙ্গে ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আন্তরিকভাবে মূল্যায়ন করে ওমান।

এর আগে (৩১ অক্টোবর) রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানায়, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত করা হবে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন