১ নম্বর ভারতের কাছে লজ্জার হার ২ নম্বর দক্ষিণ আফ্রিকার
বিশ্বকাপে শীর্ষ দুই দলের লড়াই। তাই দর্শকদের স্বাভাবিকভাবে চাহিদা ছিল এই ম্যাচে লড়াই হবে। কিন্তু পয়েন্ট তালিকার ১ নম্বরে থাকা ভারতের কাছে পাত্তাই পেল না ২ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা। ভারতের কাছে প্রোটিয়ারা হেরেছে ২৪৩ রানে।
রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান বিশ্বকাপের ৩৭তম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে কোহলির অপরাজিত ১০১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে ভারত।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে রবীন্দ্র জাদেজার বাঁহাতি স্পিন ঘূর্ণি জাদুতে মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এতে ২৪৩ রানের জয়ে টানা আট ম্যাচে জিতল রোহিত শর্মার দল।