আর্কাইভ থেকে বাংলাদেশ

র‌্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা গর্হিত কাজ : প্রধানমন্ত্রী

আমেরিকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষের গলাচিপে ধরে। সেখানে অপরাধ করলে শাস্তি দেয়া হয় না। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে অপরাধ করলে শাস্তি দেয়া হয়। আমাদের র‌্যাব বাহিনীর অনেক সাফল্য রয়েছে। তাদের সাফল্য দেশে তারা দুঃখ পেয়েছে কিনা বলতে পারি না। আমি মনে করি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) উপর মার্কিন নিষেধাজ্ঞা গর্হিত কাজ। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৮ মার্চ) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুদিনব্যাপী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। র‌্যাব গঠিত হয় ২০০৪ সালের ২৬ মার্চ।

প্রধানমন্ত্রী বলেন, আমেরিকায় যুদ্ধ অপরাধীরা স্থান পেয়েছে। জাতির পিতার খুনীদের নাগরিকত্ব দেয়া হয়েছে। আমরা তাদের ফিরিয়ে দিতে অনুরোধ করলেও, তা দিচ্ছে না।

তিনি বলেন, আমাদের দেশের কিছু মানুষ দেশে সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন