আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতায় শ্রীলঙ্কার পুরো ক্রিকেট বোর্ড বরখাস্ত

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে একের পর এক বাজে পারফরম্যান্সে শ্রীলঙ্কার পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।  একইসঙ্গে নিয়োগ দেয়া হয়েছে অন্তর্বর্তীকালীন একটি কমিটি।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য মতে,  ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল হারের পরেই চলমান বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়।

শুক্রবার (৩ নভেম্বর) ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে ‘‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ” বলে অভিহিত করে বলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

এদিকে পুরাতন কমিটিকে বরখাস্তের পরপরই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অর্জুনা রানাতুঙ্গা। ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ককে মূল দায়িত্ব দিয়ে এরই মাঝে এসএলসির ৭ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের মতে ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীনে কর্মরত মন্ত্রী এই কমিটি নিয়োগ দিয়েছেন।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন