বিএনপিকে মোকাবিলা করতে ছাত্রলীগই যথেষ্ট: মাহি
বিএনপি যে অপরাজনীতি ও জ্বালাও-পোড়াও শুরু করেছে, চাঁপাইনবাবগঞ্জে তা মোকাবিলায় ছাত্রলীগই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের আয়োজনে শহরের সেন্টু মার্কেট সংলগ্ন বঙ্গবন্ধু মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষ বিএনপির অবরোধ মানে না। কারণ আওয়ামী লীগ সরকারই তাদের ঘরে ঘরে বিদুৎ এনে দিয়েছে। আজ সীমান্ত এলাকার শেষ ঘরটিতেও একটি ছেলে মোবাইলে ইন্টারনেট সংযোগ দিয়ে দেখছে। এটি শেখ হাসিনার অবদান।
মাহি বলেন, ‘নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসন উপহার দিতে চাই। দেশবাসীকে জানাতে চাই, অন্য জেলা কী করছে জানি না, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিএনপি চায় না। এ জেলার কৃষকসমাজ বিএনপিকে চায় না। তারা চায়, সুষ্ঠুভাবে ভোট দিতে।’
দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলেও জানান ঢাকাই সিনেমার এ নায়িকা।