আর্কাইভ থেকে বাংলাদেশ

শিগগিরি পদ্মা সেতুতে যান চলবে: প্রধানমন্ত্রী

শিগগিরিই পদ্মা সেতুতে যান চলাচল করবে। এতে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। সেতু চালু হলে দেশের জিডিপিতে আরো এক থেকে দুই ভাগ প্রবৃদ্ধি যোগ হবে। উন্নয়ন হবে এসব এলাকার মানুষের। জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন শেষে এ কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে মিথ্যা অপবাদ দিয়ে অর্থ সরবরাহ বন্ধ করে দেয়। পরবর্তীতে তা প্রমাণ করতে পারেনি। কানাডার আদালতে মামলা হলে সেই মামলার রায়ে দুর্নীতি প্রমাণিত হয়নি। এরপর নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করার চ্যালেঞ্জ গ্রহণ করি। সেই চ্যালেঞ্জ নিয়ে সফলতা এসেছে। 

প্রধানমন্ত্রী আরও জানান, জাতির কাছে কৃতজ্ঞ। কারণ পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে দেশের মানুষের সহযোগিতা এবং সমর্থন ছিলো অতি গুরুত্বপূর্ণ । এছাড়া আন্তর্জাতিক বন্ধুপ্রতীম দেশ আমাদের সমর্থন দিয়েছে। 

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন