আর্কাইভ থেকে বাংলাদেশ

সিলিন্ডার বিস্ফোরণ: বাবা-মায়ের পর চলে গেলো ছেলে

রাজধানীর বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা-বাবার পর এবার চলে গেলো ছেলে সাফিয়ান (৮) ।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু সাফিয়ানের। এর আগে তার বাবা সাহিদ হাসান ও মা রেখা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

গেলো ২৩ মার্চ ভোরে বাড্ডার বেরাইদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

এর মধ্যে সাহিদের শরীরের ৯৫ শতাংশ ও রেখা আক্তারের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আর মেয়ে সাফার দগ্ধ হয়েছে ১০ শতাংশ। সে এখনো জীবিত।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন