টাই ম্যাচে সুপার ওভারের শেষ বলে চার মেরে টাইগ্রেসদের জয়
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ টাই হয়। এরপর সুপার ওভারের শেষ বলে চার মেরে বাংলাদেশকে জয় এনে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সুপার ওভারে পাকিস্তান তুলেছিল ৭ রান, জবাবে প্রথম ৪ বলে ৬ রান তোলা বাংলাদেশ পঞ্চম বলে হারায় উইকেট। শেষ বলে দরকার ছিল ২ রান, তবে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক জ্যোতি। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।
মঙ্গলবার মিরপুরে মূল ম্যাচে ৫০ ওভারে বাংলাদেশ তুলেছিল ৯ উইকেটে ১৬৯ রান। জবাবে খেলতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর শেষ ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রানেই অলআউট হয়ে গেলে ম্যাচ টাই হয়।