সাকিবের বদলে দলে যুক্ত হলেন নতুন ক্রিকেটার
ইনজুরিতে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলা হচ্ছে না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে ওপেনার এনামুল হক বিজয়কে।
বাংলাদেশের হয়ে সর্বশেষ গত সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন বিজয়। এশিয়া কাপের সেই ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে ৪ রান করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার। এর পর বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেললেও দলের জায়গা হয়নি তার। তবে এবার সাকিবের চোটে কপাল খুললো তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১১ নভেম্বর বিশ্বকাপে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ টিকিয়ে রাখতে হলে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।