আবার দেশে ফিরেছেন লিটন দাস
গত ১ নভেম্বর বিশ্বকাপের মাঝে দেশে ফিরেছিলেন লিটন কুমার দাস। আবারও দেশে ফিরেছেন ফিরেছেন এই ওপেনার। আজ মঙ্গলবার সন্ধ্যায় চোটে কারণে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি।
আগের বারের মতো এবারেও জরুরি পারিবারিক কারণে লিটনের দেশে ফেরা, আগামী ৯ নভেম্বরে ভারতে আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।
এর আগে বিশ্বকাপের মধ্যে ফর্মহীনতায় থাকা সাকিব দেশে ফিরে কাজ করেছিলেন শৈশবের কোচ নাজমূল আবেদীনের সঙ্গে। অবশেষে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড-আউট করার বিতর্কের মাঝে হন ম্যাচসেরাও।